ওরা চোখ দেখেনি- মন বুঝেনি
কেমন করে মায়া কান্না বুঝবে,
ওরা স্বার্থের জন্য নিতে পারে প্রাণ!
তবু ওরা কৃতজ্ঞতা বুঝবে কি করে?
অকৃতজ্ঞতায় আসমান জমি দেখে-


সব ক্ষমতায় এখন তার ইশারায়;
বেহুস হয়ে যাচ্ছে- কবিতার সব
আসবাবপত্র, কলমের কালির চিন্তা
করে না,সবই নিজের লোক! অথচ
কৃতজ্ঞতার গন্ধ ধ্বংস আমজনতার।


১৮জ্যৈষ্ঠ ১৪২৯, ০১ জুন ২২