কষ্ট ছাড়া আছে কি
বলেন শুনি আর শুনি;
মা গেলো- বাবা গেলো
বাঁকি আর, কি থাকলো
জগৎ সংসার যে কষ্ট-
ভোগবিলাস নষ্ট আর নষ্ট
ভাবছো কচুরিপানার রঙ!
আর কত ঢং সাজ বং-
কষ্ট দেখে বুঝবে না কেউ
নিরবধি বয়ে যায় ঢেউ;


৩০ পৌষ ১৪৩০, ১৪ জানুয়ারি’২৪