সেই রাস্তার ধূলি
আমি আকাশে দেখতে পাই!
পূর্ণিমার চঞ্চলতা
জোনাক, চাঁদের সাথে হাসে
জলকাদা মাটির জল-
কি দারুণ- সেই ধূলি বালি;
শ্রাবণ মেঘের কাছে
একমুঠো নালিশ করে না প্রণয়!
তবু সবুজ ঘেরা দেহ-
হাতছানি রোদ বৃষ্টি ফাল্গুনে ধূলি।


২২ অগ্রহায়ণ ১৪২৯, ০৭ ডিসেম্বর’২২