=================
এতো দিনে এতটুকু বোঝা হয়নি
সোনা দোষটা কার- ভুলটা কার!
হাড়ি ভাঙ্গা হয়েছে শুধু অদৃশ্যে
তবু লজ্জা মুখে দোষ নাই তার;


ছোটমুখে বড়কথা বলেই গেলো
আজ অথবা কাল তবু হাড়ি ভাঙ্গা
শুনতে মজা অনুরাগি তালে ছাল
বলা গল্প শূন্যমেঘে বৃষ্টিভেজা গাল


অতঃপর দোষটা যে আজও ভারি
আইল পাথারে দুর্বলা ঘাসে ছাড়ি!
ভাবতে মানা শুনতে কানা চাঁদে ঘর-
শিশির কুয়াশা সূর্য ঘ্রাণে দোষটা পর।


৩১ আষাঢ় ১৪২৬, ১৫ জুলাই ২০
------------------------------