======================
সমস্ত বাঁশভেঙ্গে গায়ের উপর ফেলেছো
কোন দোষ হয়নি-
কালবৈশাখি ঘেম ধরিয়ে দিয়েছো গগণে
কোন দোষ হয়নি-
ফাল্গুনের অরঙ ঢেলে দিয়েছো মাটিতে
কোন দোষ হয়নি-
পাহাড়ী ঝর্ণাধারা দৃষ্টিপাত করেছো স্বপ্ননীল
কোন দোষ হয়নি-
অথচ সুগন্ধী ফুলের এতটুকু ছোঁয়ায়
সমস্ত দোষ মাথায় !
তবুও আষাঢ় শ্রাবণের বাঁধ উছলিয়েছো
নিত্য বর্ষায় ভাঙ্গে নদ-
শুধু দোষ আসমানীর ধূসর মেঘ খেলা ঘর।
০৫-০৪-১৮
========