========================
কবিতার উঠান জুড়ে কেমন জানি এলোমেলো
হারিয়ে যাচ্ছে চিনা জানা চির সবুজ মাঠগুলো;
খাড়াই চন্দের দেশ- খাড়াই থৈ থৈ জলবায়ু ঝড়
মাঝখানে শুধু সমুদ্র মুখি হায় হুতাশ আফসোস!


কখনো সজা লাইন বেঁকে যাওয়া একান্ত মধ্যদুপুর
কখনো ধোঁয়াশার বেদনাবিধুর খই ভাজা শব্দ নুপুর
অথচ কবিতার রসভুমি গন্তব্যহীন- তবু হেঁটেই চলছে
পূর্ণিমার নিশি কিংবা ঘনাধার মুখে সোনাচর ভাবনা


অতএব কবিতার সোনালি দিনগুলো বড়ই দোসর মেঘ।


২৬ চৈত্র ১৪২৫, ‍০৯ এপ্রিল ১৯
———————————----------