কাছের আকাশটা দেখি না কত দিন ধরে
প্রিয় চাঁদটা কেমন আছে তাও জানি না-
কিছু তারার ভীরে হারিয়ে ফেলেছি সব!
তবুও দিন রাত্রি চলছে হাতের মুঠোই;
অবাক করার মতো নয়- মাঝে- মাঝে
আকাশ ছুঁইতে চাই ক্লান্তি ঘামের পরশে-
সাজতে চাই দুই এক ফুটা আতর ঘ্রাণ!


আসুক না ঘাসফড়িংর মাঠে প্রশান্তির ঘুম
তবুও পাল সাজাই, ঘর সাজাই- খাটনি সাজাই
কত কিছুই না সাজাই -এভাবেই আকাশের
কাছে যেতে চাই, ছুঁইতে চাই কিছু গল্প
শহরে প্রাণ আর কত কাল চলবে- অথচ
কিছুতেই বুঝে না নীল ঘেমের দৈত্য মন।

১৩ মাঘ ১৪২৬, ২৭ জানুয়ারি ২১
-----------------------------------