মজা করে আর মুরগীটা খেতে পেলো না
শিয়ালটা খুঁজবে না পাট ক্ষেত- উঠনের
চরইঘর, নিধিদ্ধ করল কাপড় সুতা শণ
শিয়াল তুমি বন্যার পানিতে ডুবে যাও
চাই না তিস্তা, সিন্ধু নদীর জল;তোমার
চিকন বুদ্ধিতে আমরা ভীত নয়-এখন
আমরা পুষা বিড়াল পালছি শিয়াল পুষতে
কঠিন নয় শিয়াল মামা শুধু মজা করে
মুরগী খেয়ো না- স্বপ্ন রাত ভেঙ্গে গেছে
ভেবো না, তোমার অভাবে চাঁদ উঠবে না।
৩০-৬-২৫