রঙের বাতি নয়ন জুড়ে
হাতে কি লাল পানির জ্বরে;
দেহ গেলো রসতলে-
কার বাবার কি যায় আসে!
ঘরের বাতি নিভে গেলে
কারে রাখবি অন্তরে।


মাটির দুনিয়ায় বলে কেউ
অন্তর গেলো জ্বলেপুড়ে
মাটির সাথে প্রেম লুটেপুটে
শূন্য একা কেউ ভাবে না
কি চাওয়া পাওয়া চাঁদের কাছে
রঙ মিটলও না দুনিয়ার চোখে।


তাই ভেবে সরকার আলমগীল কয়-
এতো আছি- এতো শেষ, বুঝলাম কি
আর রঙের হাঁটবাজার- কিনলাম কি
শূন্য পকেট- আর রাখিস না
রঙ তামাশা মনের ঘর দরজায়।


১৭ মাঘ ১৪২৯, ৩১ জানুয়ারি’২৩