এ এক নতুন রাত
অনুভূতিকে নাড়া দিল;
কত আতস বাজির শব্দ
ফানুস উড়ানোর যন্ত্রনা
বর্ষ বরণ, নির্বোধ মনটা,
যেখানে জ্ঞানের সীমানা নেই
শুধু প্রেম বৃন্দাবনের পাখিরা
শীতের কষ্টটুকু বুঝল না
পাগল প্রায়- কি বর্ষ বরণ!
এ রাতের অর্থ পেলাম না
বার বার গানটা মনে পরল
পাগল ছাড়া দুনিয়া চলে না,
এ কেই বলে দুনিয়া চলে না।


১৮ পৌষ ১৪২৯, ০২ জানুয়ারি’২৩