=======================
রঙিলা পরশ পাথরে একটা আকাশ ছিল !
কখনো জানি উল্কা মেঘ বসন্ত হাওয়াই ছুঁয়েছিল;
হয় তো সে বুঝতেই পারনি ! কত প্রণয়
জড়ানো দেহ মন বরং স্বপ্ন অঙ্গীনার পুষ্পোজ্জ্বল
দেয়ালের সবটুকু মমতাময় ভেঙ্গেছো।


তারপর সাঁতার কাটা জলে ভেসে গেছে
শঙ্খচিলের দূর- দূরত্ব- কিন্তু সমস্ত রঙের
ঢেউ খেলা করছে মহাসমুদ্র;
অথচ স্পর্শকাতর কাঁন্নার রোল;


আজও মেঠোপথের বাঁকে আর্তনাদ করে
সকাল কিংবা রাত- পুষ্পোজ্জ্বল পূর্ণিমাতে
এখনো বুঝতেই পারনি ;শুধু কাঙ্খিত সুখের
বিলাস বহুল দেখছো- আর নিড়ানিহীন সবুজ
ঘাসের বুকে দরজা জানালাহীন একটা মাটির ঘর।
০৮-১০-১৮
----------