ভাবতে- ভাবতে কলম আর চলে না-
কেনই বা চলবে ? চারপাশে তো অভিনয়
দেখে -দেখে ভরাডুবি আইল পাথার!
এদিকে ফসলগুলো নষ্ট নর্দমায় ভাসছে-
অথচ কলমের ঘ্রাণে মাথায় শুধু নাচছে;


বাতাসগুলো ভেঙ্গেচুড়ে সারে সর্বনাশ!
ওদিকে খলনায়ক হাজার রঙিন কলম বুঝছে-
এ কেমন গায়ে লাল সবুজের রঙ ভিজছে?
ওদের গাও নর্দমার গন্ধ- কলম শুধু বলছে!
কলম ক্লান্ত- তবুও হার মানছে না দুর্বার চলছে।


দ্রোহের কবি কাজী নজরুল বলছে অর্ধেক নর
অর্ধেক নারী তবুও বিবেক বুদ্ধি শিকল বন্দি
কতটুকু বা খলনায়ক বুঝছে! আর নয় ক্লান্তি-
কলম  শুধু চলবে দূর্গতি দুর্বার চলবে- চলবে!
ভাবতে ভাবতে আজ হবে অবসান, দুর্বার চলছে।


২৯ আশ্বিন ১৪২৬, ১৪ অক্টোবর ২০
---------------------------------