আমিই দুর্ভিক্ষ রুচিমান মুখের মন
ভাবি না নিজের দুর্ভিক্ষের কথা
অহমিকার শেষ কথা হলো
নিজের দুর্ভিক্ষ রুচিমান মুখ;
আমি সমাজের আলো ফুটাই
অন্ধকারও ফু দিয়ে নিভাই
দুর্ভিক্ষ দেখি দুর্বলাঘাসের ডগায়
তোরা আয় ফিরে- সময় নাই
দুর্ভিক্ষ রুচিমন এমনে এমনি হয় না
কার ঈষা লাগে, কার মৃত্য এমন ভাবে।


১৮ চৈত্র ১৪২৯, ০২ এপ্রিল ২৩