হেমন্তের দিনগুলো কেমন জানি
ঝড় বর্ষার মতো মনে হয়!
আমার ফাল্গুন তো আসেই না;
শুধু যুদ্ধের রক্তাক্ত শরীর-
একটু হাসতে চায় বলে এসেছে
বিজয়! লাল সবুজের বুকে;
অথচ ছয় ঋতু ঘুরে ফিরে আসে
কিন্তু আমার রক্তক্ষরণ শেষ হয় না
যেনো নদ নদীকেও হার মানায়;
তবুও হেমন্তের উৎসব অম্লান করে
ডিসেম্বরে দু-শ্বাস ঘ্রাণ ছড়ে বিজয়।


১৬ অগ্রহায়ণ ১৪২৮, ০১ ডিসেম্বর ২১