আগুনের মধ্যে হাত দিয়েই আছি
অথচ পুড়ে না-আগুন কে বলা আছে
তুমি পুড়বে না, মাথার মধ্যে মগজে
সরবড়ি লাগনোর ভাব- তবু ধুয়া তুলসী
পাতা,দেহের ভাজে ঘি, আগুন পুড়ে না
কি অদ্ভুত এতটুকু বুঝে না ইটভাটার ইট;
চারিদিকে শুধু ধ্বংসের মাটির স্তুপ ফরমে
গাঁথা সারি সারি শিশির সিক্ত টকটকে ইট।


২৭ অগ্রহায়ণ ১৪২৯, ১২ ডিসেম্বর’২২