===========================
বাঁশ বাগানের মাথার উপর উঠেছে ঈদের চাঁদ!
কি সু-ভাগ্য-এ ধরনীর জলমাটি বাতাস সুখ;
বাঁশ পাতার আড়ালে- গধুলীর পলকে-
ঐ চাঁদ দিচ্ছে শুধু একমুঠো ঈদের হাসি;
কাল ঈদ বলে কতো না আনন্দে ভাসা ভাসি।


নতুন পোষাক পড়বে-লাজ্জা পোলাও খাবে!
চঞ্চল বাতাসের ঘ্রাণ লেগেছে গায় কত যে ছন্দ-
হাতি ঘোড়া মেরে চলছো কিসের ভালমন্দ,
আকাশ ভারি- সবুজে সাজি চলো যাই-
গাঁ গ্রামে কত স্মৃতির হাসিকাঁন্না ঈদের বাড়ি চল।


১৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ০১ জুন ১৯
———————————----------