কি আর ভাবি, আজ কাল আর
মানুষে মানুষ বলে কেউ
দাবি করতে পারে না;
সবাই এক হাতে বন্দি!
গলা পর্যন্ত স্বার্থের পূজারী;
কোথাও লজ্জা দেখি না-
দাদা মরার, ভয় জানি না,
নিজেকে ঈশ্বর বোধ মনে হয়!
তাই আমি আর ঈশ্বর খুঁজি না
হাত বন্দির মাঝে ঈশ্বর দেখি;
আর কি হবে নিজে বাঁচলে-
কত কিছু, এই দাবিদার পিছু পিছু।


০১ অগ্রহায়ণ ১৪৩০, ১৬ নভেম্বর ২৩