================
ঘোড়ায় চরে- রাঙা ঘুড়ি উড়াব
আর আলোর তাপে তুষ্ণনা দিবে
আইলপাথরে দৌড়াব শুধু দৌড়াব;
ও সূর্য মামা– ও সূর্য মামা-
কথায় তোমার ফাল্গুন মেঘের আড়ি
গলাই পারাব রাঙা ফুলের দড়ি;


ও সূর্য মামা– ও সূর্য মামা-
আর সহ না নদীর ঢেউয়ে কারাকারি
তরী চলে কোন গতি- নাই জানা
এই পিরিতি- শুধু বুঝি দেহ মাটি !
রঙের ফাল্গুন -রঙের খেলা এমনি
রবে- উড়বে যে সাদা মেঘের ঘুড়ি-
তারার মেলা তারার মেলা- কে দেখিবে
ভাবনা জুড়ে ফাল্গুন ঘুড়ির আড়ি।


২৯ মাঘ ১৪২৫,১১ ফেব্রু’১৯
--------------------------