ফাল্গুনের অনল রঙ আকাশের গায়ে দেখি!
এক কোকিলের গান শুনি- তবু মন ভরে না,
একমুঠো মাটির দিকে তাকালে ধূসর মনে হয়;
সব ফুলের গন্ধ যেনো বোতলের মধ্যে বন্ধ।
অথচ বাতাসে হিম শীতল ঠান্ডা অনুভব-এতো
শীতের পাণ্ডা শেষ- এখন রৌদ্রতাপ উষ্ণ!
খারাই তুফানের মেঘ শেষে নীল মেঘ হঠাৎ  
বৃষ্টিপাত তারপর রাতে শীত উষ্ণ অপেক্ষা!
কি দেখালে ফাল্গুন? আমি শুধু মাটি, দুর্বাঘাস,
ঘাসফড়িং,জল হাওয়া উপভোগ করি ফাল্গুন রঙে।


০০২ ফাল্গুন ১৪২৮ ১৬ ফেব্রুয়ারি ২২