কবিতার পংক্তি এখন মৃত্যুর পথযাত্রী-
এদিকে উঠন জুড়ে ঘাসফুলের ঠোট বাকানো হাসি;
সময়ের স্রোতে আতঙ্কিত আর আতঙ্কিত-
ফুলেল সুবাসে রাতদুপুর কান্দে আকাশ মাটি
কখন ফিরবে কবিতা আবার সোনালি দিন হবে;
প্রজাপতিরা নিঠুর ডানা বাঁধার দেয়াল তৈরি করেছে।
সময় শোকাবহ জলধারা বয়ে যাচ্ছে-
আর পশু মতো হত্যা চাই না সোনালি কবিতার পংক্তি হোক
সময়গুলো ফাগুনের হাওয়ায় প্রণয়ে দোলুক!
মৃত্যুর পথযাত্রী থেকে ফিরে আসবে কবিতা
শস্য শ্যামল এই সমারহে।


১৩ অগ্রহায়ণ ১৪২৮, ২৮নভেম্বর ২১