দুঃখ বলার ভাষা,কোথায় গড়ে যায়
আকাশ নীল না ভেজা মাটির মন
শুধু বর্ণ চূড়া সাদা পায়রা গুলো
বাতাসের আগে উড়তে চায়-
তাতে দুঃখ আর ফিরে চায় না সুখ
তবু মিথ্যা পান সুপারি ডুবে ডুবে
বেলা কি আর কাটে; জল ছুঁয়ে আর
দেখা হয় না যমুনা,বাঁধাটা তেমনী
রঙিন সুতর মালা- তাও ঝরে গেছে ফুল,
গন্ধ বাতাস আর ফিরে না সুখ;


২২ ফাল্গুন ১৪৩০, ০৬ মার্চ ’২৪