==========================
মেঘাচ্ছন্ন আকাশ দৃষ্টির পারে সাদা বক উড়ে,
বৈরি হাওয়াদের মুক্ত বাতাস- তবুও শেওলা পরা
ইটের কোন আফসোস নেই; অথচ দোয়েল,শালিকদের
প্রেমময় মাঠ তেমনটাই আছে সোনালী! কারণটা বুঝি
ধূলি বালি কাঁদাদের অনেকটা হয়েছে ব্যবধান।


শুধু দৃশ্যের জলে শ্মাশনপুরে ছাইমাখার হাহাকার –
তারপরও চিনা অচিনা পাখিদের ঠোঁট শুকিয়ে পরেছে ;
আর ভিজা কঁচুরিপানা বলছে! তার কোন অনুভূতি ছিল না-
এমন কি প্রেমও ছিল না! তবে পরিমাঠি এই জলমাটির
বুকে সব আঁকড়েছিল; সেটাও বুঝলো না –


শুধু পথের বাঁকে ঘাসফড়িংরা ফুর ফুর করে যায়
আর জোনাকির মিটিমিটি রাতের দীঘশ্বাস; তবুও
কোথায় জানি অপেক্ষার সেতুবন্ধন ঈশ্বর রেখেছে-
ফিরে আসবে- ঠিকই বুঝতে পাই- তখন নাকি
মাটির জিহ্বা ঠোঁট নৈঃশব্দের ভাষা হবে ।
১৯-০৯-১৮
------------