কবিতার শরীর মন পবিত্র বলে
রমজানে খুব সৌন্দর্য দেখা যায়;
তারপর যে লাউ- সেই কদু !
ছন্দের পতন হাট বাজারে-
খাদ্য দ্রব্যের গদ্য মন-পদ্যের ঠোঁট হাসে-
ছন্দ ছাড়া চলেই না, রমজান মাস কাদে
এই যা পাপ পুণ্য যে কথার কথা-
কবিতার শরীর পবিত্রতাই ফক ফকা
এভাবেই চলছি বছর থেকে বহুবছর
মৃত্যু শুধু কথার কথা, ভয় নয় অন্তর
অর্থ সম্পদ অহমিকা- সবই আজ
কার চেয়ে কে বেশী ঝক ঝকা ফক ফকা।


১৩ চৈত্র ১৪২৯, ২৭ মার্চ ২৩