দালালবাদ আর পুঁজিবাদ
একই ধান্দাবাদের বাতাস
মুখোচোর আর জুতোচোর
একই ঘরে শিং খুরার রাত;
কে শিক্ষিত- কে মূর্খ বুঝা
বড় ভার! পেন্ট শার্টে বাহার;
সব একই মাটির দেহ পা
জীবন চলে শূন্য ফু দিয়ে যা!
দালালবাদ আর পুঁজিবাদ
একই  সূত্রে ফুলের মালায় কাদ।


০৭ জ্যৈষ্ঠ ১৪২৯, ২১ মে ২৩