আমার ভুলের দায় ভারটা
চাঁদটাই নেয়,তারাগুলোর
উত্তর নাই কারণ সত্যটা
তারাই জানে; আমি গোলাপ
ধরেছিলাম! রক্তাক্ত কাটা
আজও জ্বল জ্বল করছে;
মৃত্যু নেই, যতক্ষণ না বাতাস
থামে, গন্ধের হাওয়া গরম
স্মৃতিগুলোর ঘর নেই উঠন নেই
জোনাকিরাও সেখানে যায় না;


২১ অগ্রহায়ণ ১৪৩০, ০৬ ডিসেম্বর ২৩