পেটে যখন বিষ ফুরা উঠে
আগলা দেহের আচার আচারন
ফেকাসে রঙের রূপ লাবণ্য
ফুটে তুলে তখন ভয়ঙ্কর লাগে;


স্বার্থের গুণা গুণ বেশ
চোখ জুড়ে যায় কোন শ্রাবণ দিন;
কিংবা চৈত্রের খরা মন!
আফসোস নাই কারণ মৃত্যু সামনে;


ধর্ম তার কাছে খেললা মাত্র!
অভিনয় সংসার জাত অথবা ক্ষমতা
লোভের গায়ে ঘাসফুল ফুটে না-
আতর ছুঁয়া তো দূরের কথা গন্ধ পায় না।


১২আষাঢ় ১৪২৯, ২৭জুন’২২