জীবন মানেই অসহায়-নিঠুর নিয়তির নাম।
কিছুটা বুঝে নিঝুম নিম গাছের পাতা আর
খেজুর গাছের কিছু যায় আসে না-
আর্তনাদের কণ্ঠ শুধু দীর্ঘ হয়!
মৃত্যুর কোন লজ্জা নেই, নির্লজ্জর মতো
পিরিতির বাসা বাঁধে জীবন নিঃশেষ;
সততার মৃত্যু, কি বীভর্স ভয়ঙ্কর-
স্বচ্ছ চোখে বুঝা যায়, মৃত্যু তোমাকে ঘৃণা করি
এভাবে অতীতেও কেউ করে আসছিল-
দেহের ভীতর আসবে ঠিকই, তবু উল্টো দিকে
জঘন্য ভাবে কতখানি ঘৃণা করি মৃত্যু।


০৬ পৌষ ১৪২৯, ২১ ডিসেম্বর’২২