বর্ষার যেটুকু সময় থাকে
এটার তার ধৈর্য অথচ বন্যার
কোন ধৈর্য নেই, জল বাড়তেই থাকে;
রাতের গায়ে ধৈর্যের অফুরন্ত প্রেম-
অনুভব করা যায় কারণ ঘুম চায় বিছানা;


ঘুমের ধৈর্য অসীম- আকাশ সমূহ
দুর্বা ঘাসের অমোঘ প্রেমে মাটি মুগ্ধ!
ধৈর্যের বিচ্যুতি হয় না ফুলের ঘ্রাণ-
জীবনদ্দশায় ধৈর্য এরকমী হতে হয়
সময়ের রস তালে ধৈর্যই আনে জয়।


০৭আষাঢ় ১৪২৯, ২২জুন’২২