এই ঘুমের ঘোরে চেয়ে দেখি
আমি এখনও বুঝি শিশু বাঁচ্চা!
মা ফিটার খায়াচ্ছে- অবিরত।


পাবলিক টয়লেটের চিন্তা কঠিন-
হাতে মোমবাতির অনল মানি না;
অথচ কুকুরের ঘুমে থাকায় ভাল
কুলবাঁলিশ লাগে না- খাঁট পালঙ্ক
চায় না,রোদ বৃষ্টিতে সমান- অতঃপর


সব কিছুতেই দাবিদার রাখে কারণ
কি সুন্দর মানুষ-মাটির মায়া বুঝে না।
এই ঘুমের ঘোরে চেয়ে চেয়ে দেখি
আমি এখনও বুঝি একটা শিশু বাঁচ্চা!


০১আষাঢ় ১৪২৯, ১৫ জুন’২২