============================
একটা গোলাপের ঘ্রাণ দিব্যি করে যাচ্ছে অস্বীকার
সেই গোলাপ না থাকলে আজ ফুলেল ভরা
সাজসজ্জা বাসর হতো না আর–
মৌমছিদের মুখরিত কল্লোল ভালবাসা বলা হতো না
অথচ গোলাপের কত নিন্দার ঝড় তুলে- বুক কাপে না;


আমি- সেই গোলাপকে দেখিনি শুধু ঘ্রাণের মুগ্ধতা
ছুঁয়ে গেছে দেহ থেকে মাটি পর্যন্ত করে সজীবতা-
নীলগহীনে পাঁপড়ির চিহ্ন রয়েছে ভিন্ন!
তবুও ওরা অকৃতজ্ঞ মনে রাখবে না স্বর্ণ কৃতকার্য
জমাটবৃষ্টি ঝরে ইতিহাস তরে সৃষ্টিসুখের চিরধার্য,


একেমন ভিরু কাপুরুষের নগ্ন পরিচয়- ভালবাসাতে
জানে না শুধু ভালবাসা চায়- আগে ভালবাসতে হয়-
সেতো রোদ্দুর গোলাপ কাঁটায় সমুদ্র-
রক্তিম আকাশ বেয়ে শিশির ভিজা ভোর ছোঁয়ে ছোঁয়ে
ফুটবে সোনালী সবুজ মাঠ প্রান্ত জুড়ে গোলাপের ঘ্রাণ।
০৩-০৯-১৮
-----------