নাকের ডগা যাচ্ছে ভেসে
এই আম জ্যৈষ্ঠ মাসে;
দুধে আলতা তাও হাঁটে
রাস্তার মোড়ে- মোড়ে;
হাট বাজারে গন্ধ ভারি দামে
তবু কি অন্যকিছু মানে
জ্যৈষ্ঠ মাস রসে মাতাল
জামাই শ্বশুর কি শুনে
আম লিচু হরেক ফল
চোখ জুড়ে মন ইশারায়
শুধু কি হাত ছুঁতে লাভে
এই আম জ্যৈষ্ঠ মাসে।


০৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৮ মে ২৩