কবিতার পিছে ছুটে- ছুটে
বৃদ্ধ হয়ে পরছি- ঠিক কাদামাটির মতো;
নোনা জল চারপাশে বালুচর!
তবু কবিতা কেমন আছে, জানি না;
সোনালি মাঠ প্রান্ত শুধু দৃশ্যময়-
আর কত কবিতা? জানি জানতে পারবো না
সর্বশেষ বৃদ্ধ বয়স বলে কথা,চিনবে না
এ কবিতার পরিচয়ও জানবেই না;
সমাধির উঠন শুন শান হাওয়ার মেঘ-
গন্ধ মলিন- তবু জানি, করবে না- কবিতা।


০৩ মাঘ ১৪২৯, ১৭ জানুয়ারি’২৩