চোখে মুখে যে আগুন
বর্ণ চূড়া মন অসভ্য;
তবু বাপু, সাধু তুলসী
পাতার গদ্য! পদ্যের
গায়ে শুধু ফুল চন্দ্রন-
হাত লাগে না- পুড়ে
পুড়ে দৃষ্টিভারি চঞ্চল
হায় খোদা সবাই দেখি
গলা পর্যন্ত গন্ডগোল-
মাটির ভাজে অনশন।


১৪ পৌষ ১৪২৯, ২৯ ডিসেম্বর’২২