ট্রেনের শেষ স্টেশন কথায়?
ঘুম যার মাটির ঘাসফুল- না
বিছানা তার ধূলি বালি- চাপা
মৃত্তিকার নরম দুল! তবু বুঝি
স্টেশনের পটে সুখ নাই- দুঃখ
নিঃশ্বাসে দুর্গম ছুটে ছু্টে চলা
চোখ মুখ সবই বন্ধ; কে বুঝে
দু’চাকা ট্রেনের শেষ গন্তব্য।


১৫শ্রাবণ ১৪২৯, ৩০জুলাই’২২