রাতের বুক খসে যায়
এক গলা স্বপ্ন আর্তনাদ!
অথচ ঝলকানি দূরের চাঁদ-  
শূন্য পথে পদাবলী ছুঁই!
আর রক্তাক্ত বেদনার আকাশ;


তবু রাতের সান্ত্বনা ঘুমহীন
কিছু কায়া ছবির আঁকানো
নরম বালিশ কিংবা গড়ানো জল
এই তো রাত দিনের পার্থক্য
স্বপ্ন পুড়া কষ্ট বিমুখ ঝরা জল।


২৬চৈত্র ১৪২৮, ০৯এপ্রিল ২২