ধোয়াহীন আকাশে কিংবা সুবাস নেয়া গোলাপে
তারপর না হয় কোন অচিনপুরে;
জায়গা তো একটাই- না
খবর হয় না, কোন তামাটে কিংবা ফর্সা গাও;
তবু কোথায় থেকে গন্ধ আছে নাকে
এই প্রণয় ভাল নয়- ভাল নয়-
হিংসা ছড়ায় রক্তাক্ত, খবরের কাগজ হবে না রিক্ত
সংলাপ কিংবা সমালোচনা গভীর নদ-
শুধু স্রোতে স্রোতে জল বয়
ভাঙ্গে না শুধু হাত জুড়ে মাটির ক্ষয়।


১৫ ফাল্গুন ১৪৩০, ২৮ ফেব্রুয়ারি’২৪