=========================
বাবা চমৎকার গুমাই বোনাতে পারত!
শত বার চেষ্টা করেও আমি পারিনি;
এতো সুন্দর গুমাই জুড়া সারা তলাটে
খোঁজেও পাওয়া যায়নি গুমাই।
গুমাই দিয়ে কি হয়? বাবা বল গরুর মুখ বান্ধা হয়
গরু তখন কিছুই খেতে পারবে না।
সারি সারি গুমাই বাঁধা গরু আইল পাথারে
ছুটছে আর দুলছে সবুজ সোনালি মাঠ
এখন আর নেই সেই দৃষ্টিপাট।


চিত্র এখন ভিন্ন হয়েছে, খরা পরেছে
গোয়াল ঘর- শূন্য শুধু মেঠোপথ-
বাবা বোনায় না আর গুমাই- আজও শিখি নাই
যুগের পরিবর্তন আসবে বলে গুমাই আর
গুমাই থাকবে না- সারি বদ্ধ গরুপাল চলবে না
অতঃপর বাবার হাতে গুমাই এখন অন্যভাষা
এক করুণ আর্তনাদে স্মৃতির অরণ্য ধূলাই!
আমার ছেলেরা দেখবে কি চিনবে কি গুমাই
অদ্ভূত সব অন্যভাষা চাষ আবাদ গুমাই।


২০  শ্রাবণ ১৪২৬, ০৪ আগস্ট ২০
--------------------------------