গোপন ভাবনার পিচে ললাট দেহে
আষাঢ় শুধু চমকে যায়- চমকে যায়
রঙধনুর বৈকালি সাতটি রঙ অথচ
কামচক্ষু রুপালিময় ঠোঁট নতুন হয়-
হাসিটার দৌড় কামচক্ষু রূপালিময়;


এক চিমটি মেঘের ছোঁয়ায়-
শ্রাবণ হতে চাই না- না- চাই না
সমস্ত কামনা বাসনা মাটির আরাধনা
আর উত্তাপ হাওয়াই শোকবহ আর্তনাদ
শুধু কাছে ডাকা দক্ষিণা ললাট দেহ


অতঃপর সাজ সজ্জার আষাঢ়
চমকে তুলে রঙিন অপবাদ- ​কথায়
হাসির দৌড় শুধু কামচক্ষু রূপালিময়
একমুঠো হাওয়াই মিঠা।


০২ আষাঢ় ১৪২৮, ১৬ জুন ২১
----------------------------