চাঁদ ফড়িংয়ের গায়ে
স্বপ্ন আঁকি নকশিকাঁথার মাঠ;
বাতাসের মনে গন্ধ পাই নর্দমার
তবু ইচ্ছার হাটবাজারে স্বপ্নের
কেনা বেচা খুব ছড়াছড়ি;
আমি বাপু কেনা বেচা কররি না
অল্পতেই খুশি, দুঃখের মাঝে সুখ দেখি
চাঁদ ফড়িংয়ের মনে মনে
লাল, নীল, সবুজ মেঘের হাতছানি;
আমি বাপু শঙ্খচিলের বন্ধু পায়রা
তবু তোমার চিনতে ভুল হয় আয়রা!
এই্ বুঝি কখন হয়ে গেলো ছাতছানি।


২৮ পৌষ ১৪২৯, ১২ জানুয়ারি’২৩