=======================
বালুচরের গায়ে হিতোকর কিংবা বিভ্রান্তি
হাওয়া বয়ে যায় নাকি লিখিল স্রোত;
তবুও অপেক্ষার শান্ত জল জানি গড়গড়
সবুজ প্রকৃতিরা দুল খেলায় কিছু আনন্দ ক্ষণ;


রাগ অভিমানের উষ্ণ ঝড় হাওয়া জেনো
মেঘলা শীতল মনের শুধু দ্বিপ্ত অহংকার-
খুঁজে না কোন ক্ষীপ্ত আঘাতের চিহ্ন আহাকার;
মস্তিস্ক কত অসুখ হয় না জানা,


পেটের ব্যথা কেউ বুঝে না ফুলে উঠে বেলুন
অথচ ঘরের দ্বারে নাফিরা দেশের ঠিকানা,
যতোই ভাবনা কেন শঙ্খচিলের বিশেষ জল
অতঃপর এখানেই তুমি বিভ্রান্তি বা হিতকর চর।


২৪ ভাদ্র ১৪২৬, ০৮ সেপ্টেম্বর ১৯
---------------------------------