আমার মাথায় হতভাগার চিহ্ন
চিন্তা শক্তি হয়েছে ভিন্ন
চুলগুলো বুড়ো বুড়ো ভাব
আর্তনাদের পাড়ায় কিসের জানি উৎসব!
স্মৃতিরা বাঁধ দিতে চায় যেনো-
যমুনার বন্যা না আসে;
শুঁকে যাচ্ছে চোখের হিমালয়
আকাশটাও হতভাগা লাগে
মৃত্তিকার বিবর্ণ চেহারায় ফুল ফুটছে
শুধু কাটাতে রক্ত ঝরে আর।


২৪ পৌষ ১৪৩০, ০৮ জানুয়ারি’২৪