সব সময় এক যুদ্ধের মধ্যে চলতে হয়
কখন রক্তের ঢেউ- কখন জলশুকন বালুচর;
এখানে লাল সবুজের পাথর্ক্য খুব
শক্তি থাকলে সব করা সম্ভব বলছে কেউ-
কেউ, ছায়ার পিছে ক্ষমতার কথা ভাবছে না
সব প্রেম একই সুতায়,গাঁথা হয় না-
যুদ্ধ হওয়ার কত উপকরণ আছে
সংসারে হতেই থাকে- হতেই থাকে এক যুদ্ধ!
কিছুটা পরিসমাপ্তির শান্তি মিলে মৃত্যু;
তারপরও ভয় নেই ভয়- যুদ্ধ হতেই থাকে।

১৩ অগ্রহায়ণ ১৪২৯, ২৮ নভেম্বর ’২২