দুচোখ জুড়ে জোছনা আঁধার খেলা করে-
মনের গভীরে হতভাগা মানুষ আমি!
যত সরিষা ফুলে হতভাগাতেই রয়ে গেলাম;
তোমাদের দ্বারে প্রাপ্তির মায়া শূন্য আকাশ
আর মনের মেঘে কাঁদা মাটি জল-
নীরব নিভৃতে আরাধনা টুকু ঈশ্বর জানে
জানে না জল মাটির কেউ!
ধূলি মাখা পদ চিহ্নের সোনালি ক্ষণ উড়ে না
এতটুকু জানলাম হতভাগা ছাড়া কিছু নয়
অতঃপর তোমরায় ভাগ্যবান এ পৃথিবীর ধন-
আর আমি শুধু উচাটনের হতভাগা মরণ।


২৯ কার্তিক ১৪২৮, ১৪ নভেম্বর ২১