=================
যমুনার তোর জল বেশী
ঢেউয়ে ভাঙ্গে স্বর্ণালী বাঁশি
আমার রূপালি বাঁশি-
হাজার ক্ষণে ভাসা ভাসা স্মৃতি
আমার নদে নাই রে সখী-
কেমন করে সাঁতার কাটি।


মেঘের কায়া রৌদ্র বৃষ্টি
নির্বিঘ্নে হেসে খেলে যায়-
আমি চাইলেও কেন যে পারি না
কোন দিকে বায়; কার জলে আঁকো
আমার আকাশে আঁধার ছবি।


কারো ইচ্ছায় এপার ওপার হবে দামি
যমুনা তোর আধীনে ভেঙ্গে চূড়ে না হই নামি!
বালুচরে পেলাম ঘর না হলো পলিমাটি-
জেনে রাখিস সুবাস চন্দ্র চির খাঁটি;
তুই কেনো বয়ে চললি দক্ষিণা অবধি।


২৪ শ্রাবণ ১৪২৬, ০৮ আগস্ট ২০
-------------------------------