জান্নাতের পিছু ছুটতে ছুটতে
আজও বুঝি জান্নাত চিনলাম না
অক্লান্ত মন সবকিছু হারায়
তবু জান্নাত খুঁজে ওপারে
জান্নাত মানে এই নয় যে বিত্তশালী
সোনা গহনা বড় অট্টালিকা
জান্নাত মানে মনের প্রশান্তি ছাড়া
কিছু নয়,এই প্রশান্তি আমাদের নেই
শুধু লোভ লালসা হিংসা বিদ্বেষ
আর রক্তাক্ত মন; তাহলে জান্নাত খুঁজি
কেন ওপারে- এ পারে জান্নাত না পেলে
কোন পারেই জান্নাত পাওয়াবে না।


০৩ মাঘ ১৪৩০, ১৭ জানুয়ারি’২৪