জীবনের সাথে রাজনৈতিক
অঙ্গ অঙ্গী ভাবে জড়িত-
অথচ জনসমুদ্র থেকে বিচ্ছিন্ন
জল পানি বুঝি না- স্বার্থের
অজুহাতে রঙিন ভাবি জীবন;


জল পাতার মিছিল এখন আর
ঘন ঘন হয় না কারণ বসন্তের
অভাব- রাজনৈতিক কোকিলের গান
এখন আর মিষ্টি মধুর নয় তাই
খরায় আগুন জ্বলছে জীবন!


দুচোখ অন্ধ ভাবি আলো খুঁজি না
চারপাশ কেমন জানি মরুভূমি
শ্মশান মাটি গুলো কথা বলতে চায়
অথচ পারে না কারণ মৃত কিংবা
জীবন্ত লাশ এভাবেই চলছে জীবন।


১৫ কার্তিক ১৪২৮, ৩১ অক্টোবর ২১