================
আকাশ আমার স্নিগ্ধ তারা
চাঁদ নেই- অমাবস্যার পিঁড়া;
সঙ্গীছিল জোনাকি- তাও আবার
ঢেউহীন নদীর বুকে উদাসী;
আকাশ জুড়ে মেঘ- মেঘ-
চাঁদ তুমি তো বৃষ্টি ছোঁয় না
আত্মবিলাসী দেখো সব তারা!


আমি চাঁদের স্নিগ্ধতায় হারাতে চাই-
বলো কোথায় তোমার পথঘর?
খুব ক্লান্ত দুর্বাঘাসে করব বাসর!
তোমার স্নিগ্ধতায় ঝিঝিপোকারা
গায়বে গান শুনব শুধু মুগ্ধতায়।


১৬ মাঘ ১৪২৫, ২৯ জানু’১৯
-------------------------