ঝর্ণার হাসিতে
গোলাপ ভেসে যাওয়া ঢেউ;
দৃষ্টির আড়ালে
বৃষ্টির মেঘ বাওয়া শ্রাবণ
ফাল্গুণের গাও
তো আগুনের জ্বলন্ত মন
দেখে না শুধু
পূর্ণিমার চাঁদ ঝাঁঝাল ক্ষণ
এটাই বুঝি নদ
ভাসতে জানে শূণ্যমুখি রথ
তবুও গোলাপের
ঘ্রাণ আসুক ঝর্ণার বায়ুতে কেউ।


২৭ শ্রাবণ ১৪২৮, ১১ আগস্ট ২১