===================
বলতে পারো মৃত্যুর রঙের ধরণ কি
মৃত্যুর আকার প্রকৃতি কেমন? জানি
ভয়ে বাঘের লোম খাঁড়া হচ্ছে!তাই না?
তবুও আমার অনুভূতিতে ছুঁয়ে যায়-
মৃত্যুর  দু’ধরণ; অবাক হচ্ছো তাই না;
সত্যই কি মৃত্যুর ছলাকলা নিয়ে ভাবছো-
না, ভাববেই বা কেনো তোমার সত্তাতে
মৃত্যু নেই- কারণ মৃত্যু রঙের গন্ধ পাও না-
আর আমার কাছে উত্তর দক্ষিণ ঘুমানো কিংবা
নিজের কাছে নিজের সত্তার মৃত্যু ভাবি;
বলতে পারো এটার নাম কি, জানি পারবে না
এর নাম বেঁচে থাকার জন্য জীবিত মৃত্যু।


১৬ অগ্রহায়ণ ১৪২৬,০১ ডিসেম্বর ১৯
--------------------------------