আমার শিশির ভেজা ঘাসে
জন্ম হওয়াটা কত সহজ ভাবে
অনুভব করি সকাল সন্ধ্যার সাজে,
রক্ত ক্ষরণ বয়ে যায় মার বুকে
কষ্টের হুতুম পেঁচা রঙিন হয়ে উঠে;
অথচ নিয়তির বেড়াজাল বন্দি
কি নির্মম,অদ্ভুত বুঝার ভাষা নেই মনে;
কি আর্তনাদ ঐ মৃত্যুর উঠান
অশ্রুসিক্ত নদ নদী করে ব্যান
তবু পার্থক্য হয় না জন্ম মৃত্যুর
সময় শুধু আগ পাছ এ নশ্বর প্রাণ।


০৬ চৈত্র ১৪৩০, ২০ মার্চ ’২৪